Negative Things : প্রভাসকে রামের মতো একটা মহান চরিত্রে পুরোপুরি মানায় নি। ভিএফএক্স টিজারের চেয়ে ভালো মানের হলেও নিখুঁত ছিলো না। ভুল-ভ্রান্তি আছে।

এগুলো বাদ দিলে যথেষ্ট ভালো ছিলো ‘আদিপুরুষ’ ট্রেইলার। তবে ইতিমধ্যে এই সিনেমা নিয়ে যে নেগেটিভ চিন্তা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে সেটা ছাপিয়ে ধর্মীয় অনুভূতি আর কোয়ালিটির জোরে চলতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা।

Design a site like this with WordPress.com
Get started